VoLTE সম্পর্কে বিস্তারিত আলোচনা

আপনি এতদিনে বাংলাদেশে অবশ্যই ৪জি নেটওয়ার্ক ব্যবহার করে ফেলেছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই ৪জি নেটওয়ার্কের ইম্প্রুভড ইন্টারনেট স্পিড থেকে মুগ্ধ হয়েছেন। তবে আমরা যারা রেগুলার ৪জি ইন্টারনেট ব্যবহার করি তাদের সবসময়ই একটা সমস্যা থেকেই যায়। আর তা হচ্ছে ফোন-কল। স্মার্টফোন যদি 4G Only নেটওয়ার্ক মোডে সেট করা থাকে, তাহলে ফোনে কোন কল আসে না এবং ফোন থেকে কন কলও যায়না। আর অটোমেটিক নেটওয়ার্ক মোডে রাখলে প্রত্যেকবার কল আসার সময় এবং কল করার সময় নেটওয়ার্ক ৪জি থেকে ডাউনগ্রেড হয়ে ৩জি হয়ে যায়। এর কারন হচ্ছে, বাংলাদেশে এতদিন শুধুমাত্র ৪জি ইন্টারনেট চালু হয়েছে, VoLTE চালু হয়নি। VoLTE এর অর্থ হচ্ছে Voice over LTE। এর নাম শুনেই নিশ্চই ধারনা করতে পারছেন যে VoLTE এর সাহায্যে ৪জি নেটওয়ার্কে কথা বলা বা ফোন-কল করা সম্ভব হবে। তবে আমরা অনেক বছর আগে থেকে যে সাধারন ফোন-কলের সাথে পরিচিত তেমন ফোন কল নয়। VoLTE ব্যবহার করে করা ফোন কলে কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যাবে যেগুলো ৩জি এবং ২জি ফোন কলে পাওয়া যায়না। VoLTE কি এবং এটার এক্সট্রা সুবিধাগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করতে চলেছি আজকে। তার আগে জানিয়ে রাখি, VoL...