Posts

Showing posts from June, 2020

ঘোড়াঘাট পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা

Image
টি.এম.মাহবুব ঘোড়াঘাট (দিনাজপুর): দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট পৌরসভার  আজ মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে ২০২০ -২০২১অর্থ বছরে সর্বমোট ২৩ কোটি ১৪ লক্ষ ২৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলন। গত ২০১৯-২০২০ ইং অর্থ বছরে বাজেটের পরিমান ছিল ২২ কোটি  ৬২ লক্ষ ৭৮ হাজার ২৫ টাকা। বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ৮৭ হাজার ৬শ ৬০ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২লক্ষ ২৭ হাজার টাকা,উদ্বৃত্ত ১,৬০,৫৬০ টাকা করোনা ভাইরাসের  জন্য ব্যয় করা হবে । যা পরবর্তীতে অর্জন করতে পারলে বিদ্যুতায়ন, স্যানিটেশন খাতে ব্যয় করা হবে। বাজেটে নতুন কোন কর আরোপ ছাড়ায় শিক্ষা, স্বাস্থ্য  ও পানি নিস্কাশনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। বাজেট উপস্থাপন কালে উপস্থিত ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ, হিসাব রক্ষক শাহাদত হোসেন, সহকারী কর নির্ধারক মাজেদুর রহমান মুকুল, কাউন্সিলার আব্দুল কাদের মিয়া, মোছাঃ ফেরদৌসী বেগম, মোছাঃ আয়শা সিদ্দিকা প্রমুখ।

বয়লার মুরগির পরিবর্তে আসছে দেশি বয়লার (এমসিটিসি) মুরগি

Image
স্টাফ রিপোর্টার : দেশের মোট মাংসের চাহিদার শতকরা ৪০-৪৫ শতাংশ আসে পোল্ট্রি থেকে। যার অর্ধেকের বেশি আসে বাণিজ্যিক ব্রয়লার থেকে এবং এর জাত পুরোটাই আমদানি নির্ভর। ফলে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু উপযোগী জাতের সংকট পোল্ট্রি খাতে রয়েই গেছে। সাথে স্বাদের বিষয়টিতো রয়েছেই। আর এই বাস্তবতা মাথাই রেখেই বছর দু’এক আগে একটি অধিক মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। দেশীয় জার্মপ্লাজম ব্যবহার করে ধারাবাহিক সিলেকশন ও ব্রিডিং এর মাধ্যমে দেশীয় পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী মুরগির এই জাতটির নামকরণ করা হয় “মাল্টি কালার টেবিল চিকেন (এমসিটিসি)। নতুন এ জাতের এ মুরগিগুলো মিশ্র রং এর হওয়ায় এই নামকরণ করা হয়। বিএলআরআইয়ের গবেষণা খামারে এ নতুন জাত নিয়ে প্রায় দশ বছর ধরে বিভিন্ন পর্যায়ে গবেষণা চলছে। বর্তমানে এ মুরগির উৎপাদন দক্ষতা, বয়সভেদে পুষ্টির চাহিদা, রোগপ্রতিরোধ ক্ষমতা, ভ্যাকসিন তালিকা প্রণয়ন, লাভ-ক্ষতির অর্থনৈতিক বিশ্লেষণ, মাংসের গুণাগুণ ও ভোক্তা পর্যায়ে গ্রহণযোগ্...