ঘোড়াঘাট পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা

টি.এম.মাহবুব ঘোড়াঘাট (দিনাজপুর): দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট পৌরসভার আজ মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে ২০২০ -২০২১অর্থ বছরে সর্বমোট ২৩ কোটি ১৪ লক্ষ ২৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলন। গত ২০১৯-২০২০ ইং অর্থ বছরে বাজেটের পরিমান ছিল ২২ কোটি ৬২ লক্ষ ৭৮ হাজার ২৫ টাকা। বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ৮৭ হাজার ৬শ ৬০ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২লক্ষ ২৭ হাজার টাকা,উদ্বৃত্ত ১,৬০,৫৬০ টাকা করোনা ভাইরাসের জন্য ব্যয় করা হবে । যা পরবর্তীতে অর্জন করতে পারলে বিদ্যুতায়ন, স্যানিটেশন খাতে ব্যয় করা হবে। বাজেটে নতুন কোন কর আরোপ ছাড়ায় শিক্ষা, স্বাস্থ্য ও পানি নিস্কাশনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। বাজেট উপস্থাপন কালে উপস্থিত ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ, হিসাব রক্ষক শাহাদত হোসেন, সহকারী কর নির্ধারক মাজেদুর রহমান মুকুল, কাউন্সিলার আব্দুল কাদের মিয়া, মোছাঃ ফেরদৌসী বেগম, মোছাঃ আয়শা সিদ্দিকা প্রমুখ।