দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ঘোড়াঘাট থানা
টি.এম মাহবুব (ঘোড়াঘাট) দিনাজপুর: দিনাজপুর জেলা ১৩ টি থানার মধ্যে ঘোড়াঘাট থানা কে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএল,পিপিএম-বার। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে পুরস্কার প্রদান করেন, পুলিশ সুপার আনোয়ার হোসেন।
এই পুরস্কার দেওয়া হয় মূলত থানার কার্যক্রম সন্তোষজনক এবং দ্রুতগতি সম্পন্ন হওয়ার কারণে। আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মামলার আসামীদের অতি অল্প সময়ে গ্রেফতার ও বিজ্ঞ আদালতে তিন আসামিকে স্বীকারোক্তি প্রদান ও সাবেক প্রেমিক কে গ্রেফতার করায়। গনধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন কে বিশেষ পুরুষ্কারে পুরস্কৃত করেন এবং মামলা নিষ্পত্তি, ডাটা এন্ট্রি, ম্যানেজমেন্ট ভালো হওয়ায় ঘোড়াঘাট থানার সকল অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করেন।
Comments
Post a Comment