Posts

Showing posts from 2021

ঘোড়াঘাটে ৮ জন মাদক সেবীর ৩ মাসের কারাদন্ড

Image
স্টাফ রিপোর্টার: দিনাজপুরের ঘোড়াঘাটে ৮ জন মাদকসেবীর প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশ ৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৮ জন মাদকসেবীকে গ্রেফতার থানা পুলিশ।গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানায়,গাইবান্ধার সদরের ডেভিড কোম্পানী পাড়ার মোঃ মোস্তাফিজুর রহমান (বাবলুর)পুত্র, মোঃ ফিরোজ হাসান(২৪), শাপলাপাড়ার মোঃ আমিনুল ইসলামের পুত্র মোঃ হোসাইন বিন আমিন সৈকত(২২),মোঃ সবুজ সরকার রতন(২৩), গ্রেফতার করে । মাদক সেবনের অপরাধে গোবিন্দপুর  গ্রামের  মৃত তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ আনারুল ইসলাম (৩২),নশতপুর গ্রামের মোঃ আব্দুল বাকীর পুত্র মোঃ রোস্তম আলী ( ৩০),কমল মই গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র মোঃ তৌহিদুল ইসলাম (৩০)নশতপুর, গ্রামের মোঃ আশরাফ আলী সরকারের পুত্র মোঃ তরিকুল ইসলাম(৩২),জোতগাড়ী,গ্রামের মৃত নুর ইসলামের পুত্র মোঃ মাহবুব রহমানকে(৩২)তারা গোপন আস্তানায় ফেন্সিডিল সেবন করছিল এ সময় তাদের গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃতদের ঘোড়াঘাট উপজেলা পরিষদে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রা...

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ঘোড়াঘাট থানা

Image
  টি.এম মাহবুব (ঘোড়াঘাট) দিনাজপুর: দিনাজপুর জেলা ১৩ টি থানার মধ্যে ঘোড়াঘাট থানা কে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএল,পিপিএম-বার। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে পুরস্কার প্রদান করেন, পুলিশ সুপার আনোয়ার হোসেন। এই পুরস্কার দেওয়া হয় মূলত থানার কার্যক্রম সন্তোষজনক এবং দ্রুতগতি সম্পন্ন হওয়ার কারণে। আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মামলার আসামীদের অতি অল্প সময়ে গ্রেফতার ও বিজ্ঞ আদালতে তিন আসামিকে স্বীকারোক্তি প্রদান ও সাবেক প্রেমিক কে গ্রেফতার করায়। গনধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন কে বিশেষ পুরুষ্কারে পুরস্কৃত করেন এবং মামলা নিষ্পত্তি, ডাটা এন্ট্রি, ম্যানেজমেন্ট ভালো হওয়ায় ঘোড়াঘাট থানার সকল অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করেন।

বাজার কাঁপাতে আসছে HONOR V40 5G

Image
  নিজস্ব ডেস্ক: হুয়াই এর সাব ব্রান্ড আমরা যাকে এতদিন থেকে চিনি এসেছি ওনার নামে।সেই ওনার ব্রান্ড হুয়াই থেকে সম্পূর্ণ আলাদা হয়ে নিজস্ব ব্র্যান্ড তৈরি করে তারা মোবাইল মেনুফেকচারিং করে আসছে তারই ধারাবাহিকতায় বাজারে আরও একটি নতুন ডিভাইস নিয়ে আসলো HONOR V40 5G । লুক এবং ডিজাইন এসেছে নতুনত্ব।বিভিন্ন লিক থেকে জানা যায় যে বিষয় ফিচার নিয়ে আসার সম্ভাবনা আছে।  প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 1000 + । সেটটি  অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে। ডিসপ্লে থাকবে 6.4 ইঞ্চেস সুপার এমোলেড। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের এবং 16 মেগাপিক্সেল। ব্যাটারি থাকবে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার চার্জার ইউএসবি type-c পিন। সাথে 66 ওয়ার্ড চার্জার। এবং আশা করা যাচ্ছে গুগলের সব সার্ভিস এখানে পাওয়া যাবে।

যুক্তরাজ্যের মোটরসাইকেল মেনুফেকচারিং কোম্পানি রয়েল ইনফিল্ড বাংলাদেশের বাজারে।

Image
  নিজস্ব ডেস্ক: ইফাদ অটোসের হাত ধরে বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে যুক্তরাজ্যের স্বনামধন্য মোটরসাইকেল মেনুফেকচারিং কোম্পানি রয়াল এনফিল্ড। ইফাদ অটোস উর্দ্ধতন কর্তৃপক্ষ বলেন সরকার যদি বেশি সিসি অর্থাৎ ৩৫০ সি.সি অনুমোদন দেন তাহলে তারা রয়েল এনফিল্ড এর লেটেস্ট মডেল গুলো বাজারে আনতে পারবেন। তাদের ভবিষ্যতে বাংলাদেশে ইফাদ অটোস এবং রয়াল এনফিল্ড যৌথ কারখানা করার জন্য বিনিয়োগ করবেন বলে আশ্বস্ত করেন।