বাজার কাঁপাতে আসছে HONOR V40 5G

 




নিজস্ব ডেস্ক: হুয়াই এর সাব ব্রান্ড আমরা যাকে এতদিন থেকে চিনি এসেছি ওনার নামে।সেই ওনার ব্রান্ড হুয়াই থেকে সম্পূর্ণ আলাদা হয়ে নিজস্ব ব্র্যান্ড তৈরি করে তারা মোবাইল মেনুফেকচারিং করে আসছে তারই ধারাবাহিকতায় বাজারে আরও একটি নতুন ডিভাইস নিয়ে আসলো HONOR V40 5G । লুক এবং ডিজাইন এসেছে নতুনত্ব।বিভিন্ন লিক থেকে জানা যায় যে বিষয় ফিচার নিয়ে আসার সম্ভাবনা আছে।

 প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 1000 + । সেটটি  অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে। ডিসপ্লে থাকবে 6.4 ইঞ্চেস সুপার এমোলেড। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের এবং 16 মেগাপিক্সেল। ব্যাটারি থাকবে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার চার্জার ইউএসবি type-c পিন। সাথে 66 ওয়ার্ড চার্জার।

এবং আশা করা যাচ্ছে গুগলের সব সার্ভিস এখানে পাওয়া যাবে।










Comments

Popular posts from this blog

ঈদে কেনাকাটা না করে গরিব অসহায় কর্মহীন মানুষকে অর্থ দান করুন: ওবায়দুল কাদের

ভ্যাকসিন ট্রায়ালের উদ্যোগ নিল বাংলাদেশ

ত্রাণ বিতরণ কে কেন্দ্র করে মেয়রের ওপর ছাত্রলীগের হামলা