ঘোড়াঘাট করতোয়া নদীতে ডুবে একজনের মৃত্যু
ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট করতোয়া নদীতে ডুবে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির নাম শ্রী খগেন চন্দ্র শীল। গতকাল মঙ্গলবার আনুমানিক ৪ ঘটিকায় মংলিশপুর আশেকের ঘাটে নির্মিত বাঁশের সাঁকোর উপর দিয়ে পার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায়। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে নদীতে পড়ে যায় বলে ধারণা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সন্ধ্যা সাড়ে সাতটায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদীতে লাশ খোঁজাখুঁজি করার পর লাশ না পেয়ে তল্লাশি সাড়ে নয়টার সমাপ্তি করেন এবং রংপুরের ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ডুবারুদেরকে বিষয়টি অবগত করেন।
রংপুর থেকে আগত ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ডুবারু দল সকাল ৬.৩০ এ ঘটনাস্থলে উপস্থিত হন। অনেক খোঁজাখুঁজির করে দীর্ঘ ৪০ মিনিট পর লাশ নদী থেকে উত্তোলন করেন।
ফায়ার সার্ভিসের কর্মীগণ ঘোড়াঘাট পৌরসভার মেয়র মোঃ আব্দুছ ছাত্তার মিলনকে লিখিতভাবে লাশ হস্তান্তর করেন। মেয়র লাশ গ্রহণ করে তা সাথে সাথে আত্মীয়দেরকে হস্তান্তর করেন।
Comments
Post a Comment